তুই কেনে মোর মন মজাইলে । রঙ্গি বালা রঙ্গি বালারে তুই কেনে মোর মন মজাইলে শেওরা মাথে লইয়া মোরে দেখা দিলে । শেওরার ঝলমলিয়ে আর চেহেরার বাহারে । রইতে না পারি আমি আপনার ঘরে । শেওরা মাথেতে লইয়া, যখন আমার পানে চাইলে হাছন রাজার নেত্রবাণে হাছন জানরে খাইলে ।