মনে মনে হয় আমার করবো সুন্দর বিয়া ।
মনের কথায় কাজ আসেনা মিলেনা সে প্রিয়া ।
মনে কয় নবাব হবো দেশে হুদ্দম জারি করবো
কত জনায় মারবো ধরবো হুকুমও দিয়া ।
মনে হয় হাতী চড়ি ফিরবো আমি শিকার করি ।
বাঘ ভাল্লুক আনবো ধরিয়া হস্তের বন্দুক দিয়া ।
আমার মনে যত আশা সকলই যে মোর আশা
হাতি খাইতে চাই আমি ক্ষুদ্র মশা হইয়া ।
চল চল হাছন রাজা মনের কথা থইয়া ।
হাছন রাজা মরিওনা রে মনের কথা লইয়া ।