দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৫৭

দেখিয়ে সুন্দরীর তেদরানী তেদরানী ।
মন তো আমার নিয়ে যায়রে টানি ।
ঠানা মানা দিয়ে যায় হাসি হাসি হাসি ।
হাছন রাজার প্রাণ যায় তাইরে ভালবাসি ।
তেন্দর মেন্দর করি হাটে ফিরে ফিরে চায় ।
ভূয়ার বাণ লাগিয়া আমার কলিজা ছেচিয়া যায় ।
না তুঙ্গ তুঙ্গা করে কত আর করে রঙ্গ ।
হাছন রাজা চৌধুরীয়ে দেখিয়ে লইছে তার সঙ্গ ।