দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৫৩

ছিড়লো দাতে মিছরি দিয়া পাগল করলো মোরে ।
ভালা ছিড়লো দাঁতে ।
হাছন রাজা পাগল হইয়া ফিরে পেয়ারীর সাথে ।
কিবা শোভা দেখতে পেয়ারী
অঙ্গে ঝলমল ঝলমল করে ।
হাছন রাজার মনের মাঝে টান দিয়া লইতো উরে ।
সুন্দর সুন্দর আঁখি যেমন খুঞ্জন পাখি ।
যে দিকে চায় উকি বাকি ।
মন উতলিয়ে পড়ে ।
হাছন রাজা পাগল হইয়া করে আঙ্গা ডাঙ্গা ।
হাছন রাজার মনে কেবল করতো পেয়ারীরে হাঙ্গা ।
লাগিয়াছে পিরীতের নিশা ছাড়ান না যায় ।
হাছন রাজা চৌধুরী নাচে করিয়ে রে হায় হায় ।
দেওয়ান হাছনে বলে যে পিরীত করা সার ।
কসম করি বলি আমি সেই হইবায় পার ।।