দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৫২৫

ফুলো কি হার ম্যায়নে গাঁথি রে
ফুলো কি হার ম্যায়নে গাঁথি ।
ফুলো কি সাথ ম্যায়নে গাঁথি হ্যায় মোতি ।
পিয়া জাব আয়েগা উসকো পরায়েগা ।
আঁখো ভার দেখেগা ক্যায়সে লাগতি ।
জাব ও আয়েগা উসকো পাকড়েঙ্গি ।
অ্যায়সে পাকড়েঙ্গি য্যায়সে না ছোড় সাকতি ।
হাছন রাজা জাব দেখেগা, ফুলের হার গলে দেগা ।
পায়ে পড়েগা, আওর দেগা ভক্তি ।
ফুলো কি হার ম্যায়নে গাঁথি ।