দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৮০

আমি তো পিরীতের মানুষ
প্রেম বিনে তো জানিনা ।
থ নিয়া তোর সরা বরা
আমি এসব মানিনা ।
আমি কেবল চাই তোরে
যৌবনদান দেও মোরে
থাকতে নাই পারি ঘরে ।
তুই বিনে প্রাণ মানেনা ।
যৌবন যদি না দাও মোরে
এখনি ধরিবো তোরে
টানিয়া নিবো নিজ ঘরে
ছাড়িয়ে কখনো দিবোনা ।
হাছন রাজার এই মনে
যত দিন ভুবনে ।
থাকি আমি জীবনে
ছাড়িয়ে তোরে থাকবোনা ।