দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৫৫

আমি বারে বারে ভক্তি করি তারে ।
সে আমার প্রাণ বন্ধু হে ।
সে আমার আমি তার আমি নহে অন্য কার ।
এক আমি করিয়াছি সার ।
মনে নাই অন্য নহে ।
এক বিনে দ্বিতীয় নাই, খুজিয়া দুই নাই পাই
এক বিনে আর নাইরে ।
হাছন রাজায় বলে ভাই, একা সে জগতের সাঁই ।
বুঝিয়া দেখি আমি তাই কেবল ঐ ঐ রে ।