প্রেমের জ্বালায় হাছন রাজা বলিলো বন্ধুরে ।
তুমি হইলায় প্রেমের সিন্ধু আমি বিন্দু রে ।
কান্দা কুটা দেখিয়া বন্ধে বলিলো আমার ।
হাছন রাজা তুই আমার আমি যে তোমার ।
দিলা ভরসা দিয়া এই করিলো ।
হৃদয়ে আসন করি বন্ধু বসিলো ।
নাচে নাচে হাছন রাজা বন্ধু চিত্তে লইয়া ।
ঘরে বাইরে দামালি দেয় আনন্দে মজিয়া ।