দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৭৭

সুন্দরীর মুখ দেখিয়া মন মোর হুতাশ হইলো ।
বাঁকা আঁখির বুয়ার বাণে কলিজা ছেদিলো ।
ঠমকাইয়া ঠমকাইয়া যায়, আড় নয়নে যখন চায় ।
প্রাণ আমার নিয়ে গিয়ে কাড়িয়া খাইলো ।
মুসলমানে বলে আইলো পরী, হিন্দু বলে ওই হরি ।
নাম হয় ঈশ্বরী, মন হরিলো ।
দেখিয়া হাছন রাজার মুখ, সর্ব জন্মের গেলো দুখ ।
আহ্লাদে ভরিলো বুক, চাইয়া রহিলো ।