ওরে প্রাণরে ছাড়িয়া দিবোনা আর তোরে ।
তুমি যদি ছাড়িয়া যাও যাইমু করে করে
তুমি যদি যাইতে চাও ।
ধরমু আমি তোমার পাও ।
ডাকে যদি মোরে মাও তবু ছাড়বো নারে ।
বাবা বাবা ডাকবো তারে ছাড়িয়া না যাও মোরে ।
থাক থাক আমার ঘরে ছাড়িয়া যাইয়ো নারে ।
হাছন জানে বলে সখি
মায় ডাকিলে হই সুখি ।
আমার বা হইলো একী ।
হাছন রাজা বাবা রে ।।