কে বলে বন্ধু আমার কালা ।
সোনিয়ে মনে হইলো জ্বালা ।
কে বলে বন্ধু আমার কালা ।
কালা কালা, কালা কালা, রাধার বন্ধু কালা ।
আমার বন্ধু সংসাররে করিয়াছে উজালা ।
আমার বন্ধে রুপটি দেখো সংসার জুড়িয়া ।
স্বর্গ মর্ত পাতাল এ রইয়াছে বেড়িয়া ।
দেওয়ান হাছন রাজায় করে শালার শালার শালা ।
কি মত করিয়া কালার কাছ আমার বন্ধু আলা ।
আরেকবার বলিবে যদি বন্ধু নয় মোর ভালা ।
হাছন রজায় কানে ধরিয়া দিবো তোরে ডলা ।