দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৫২৮

মদিনা মুনাওয়ারা মে মেরা পেয়ারা রে ।
পেয়ারা রে ভালা পেয়ারা রে ।
দিল তো লে গিয়া আজি মেরা রে ।
আরে দিল ছিন লিয়া আজি মেরা রে ।
কিয়া কারু ক্যায়সে যাউ ।
কিস তারা উসকো পাউ ।
উসকা লিয়ে দিল বাউরা রে ।
দিল জ্বালতা কলিজা জ্বলতা
উসকো তো নেহি মিলতা ।
পিয়া কার নেয়া জাতি জিয়ারা রে ।
হাছন রাজা তেরে লিয়ে, মাজনু বান গেয়া ।
দেওয়ানা বানা দিয়া, তেরে জিলুয়ানে রে ।।