হাছন রাজা ভাবতেছে তোরে ।
বাউলমতি হইয়া চতুর্দিকে ঘুরে ।
পিরীতে মোরে থাকতে দিলোনা ঘরে ।
দিনে রাইতে মনের মাঝে ছটফট করে ।
আক্তা আক্তা অন্তরেতে কিমত মোর করে ।
ক্ষণে উঠে ক্ষণে বসে ক্ষণে যাই বাইরে ।
একদিন ঘুমাইতে ছিলাম সুরমা নদীর পারে ।
দেখা দিয়া প্রাণবন্ধে মনপ্রাণ হরে ।
সে অবধি হাছন রাজা ভাবতেছে তারে ।
বাউলমতি হইয়া দেখ চতুর্দিকে ঘুরে ।
নাচে নাচে হাছন রাজা কেমনে কি যে করে ।
আবার পাইলে ছাড়বোনা গো প্রাণ বন্ধুরে ।