দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১০

আমার মনে লয় থাকিতাম বন্ধের হুজুর ।
করিতাম প্রাণনাথের সেবা হইয়া তার মজুর ।।
আর মনে লয় সদা থাকিতাম চাইয়া ।
এই কথা অন্তরেতে উঠে রইয়া রইয়া ।।
মনে আমার উঠে পড়ে সদায় চাইয়া থাকি ।
পলক না মারিও বলি ওরে আমার আঁখি ।।
মনবাসনা পূর্ণ করো দয়ার ঠাকুর ।
চরণ ছাড়া আমারে যে না রাখিও দূর ।।
চরণ ভিক্ষা চাই আমি তোমার ও ঠাই ।
চরণ ছাড়া কোনো স্থানে আমি যে না যাই ।।
বেহেস্ত দোজখ এরাফের আমার এর কার্য নাই ।
তোমার সাক্ষাতে থাকিয়া চরণ যে ধুয়াই ।।
তোমার কাঙ্গাল হাছন রাজা বলে হুতাশ হইয়া ।
দূরে রাখলে মরবে কাঙ্গাল গলে ছুরি দিয়া ।।