সোনা নাতিন গো, মালিয়া বুড়িয়ে মোরে ধইলো ।
কি জানি কি যাদু মোরে কইলো ।।
আমারে যে ধইলো ধইলো, আমার পুতের সঙ্গ লইলো ।
এখন বুঝি দাঁত পড়িয়ে নাতি মজাইলো ।।
বুড়ি বড় হারামজাদা, ডাকে মোরে দাদা দাদা ।
মন্ত্র দিয়া বানাইছে গাধা, বোঝা তুলিয়া দিলো ।।
বুড়ির মুখে থুক দিয়া হাছন রাজা যাইবো গিয়া ।
সুন্দর চাইয়া করবো বিয়া, মনে ঠিক করিলো ।।