দুনিয়ার লাগি কান্দিয়া ফিরো, দুনিয়া নি যাইবো সঙ্গে ।
কি বুঝিয়া বসিয়া আছো স্ত্রী পুত্রের রঙ্গে ।।
কার লাগিয়া কান্দো তোরা দুনিয়ার লোক ২ ।
হাছন রাজায় দেখতে চায়না দুনিয়াদারের মুখ ।।
কান্দে কান্দে যেই জনা দুনিয়ার লাগিয়া ।
হাছন রাজায় যায় তাদের মুখেতে হাগিয়া ।।
তোরা দেখ হাছন রাজায় দুনিয়ার কারবার করে ।
দুনিয়ার মুখে ছ্যাপ দিয়া বন্ধের লাগিয়া ঝুরে ।।
যাইবো নি রে এ দুনিয়া কেউরির সঙ্গে ।
কি বুঝিয়া মজিয়া আছো এ দুনিয়ার রঙ্গে ।।
যখন আসিবে যমরাজ হাতে লইয়া দড়ি ।
বান্ধিয়ে নিয়ে যাবে তোরে যেমন মেড়ামেড়ি ।।
হাছন রাজায় হাসিয়ে বলে তখন কি উপায় ।।
ছাড়াইয়া নি রাখতে পারবো স্ত্রী পুত্র মায় ।।
দুনিয়ার লাগি ঝুরো কেন দুরন্তর সাক্ষাৎ
কি আক্কলে দুনিয়ার লাগি করো উৎপাত ।।
এক কড়ার আক্কল নাই, পরের লাগিয়া ঝুরো ।
আপনা বন্ধু বসিয়া রইছে আপনার ঘরো ।।
আপন বন্ধু আপনার উরে তার পানে না চাও ।
না কিছু আক্কেল তোদের বৃথা দিন গোয়াও ।।
দূর দূর, দূর দূর, দূর দূর, দুনিয়ার মায়াদার ।
খবর না রাখে তারা আপন প্রিয়ার ।।
হাছন রাজায় বলে যার প্রিয়ার মায়া নাই ।
মুতিয়া দে তার বাপের মুখে, তার মুখে দে ছাই ।।