দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৫০৪

হাছন রাজা দুখি না আল্লা ছাড়া মন যে সুখি না ।
আল্লা ছাড়া হাছন রাজায় অন্য কিছু দেখি না ।
হাছন রাজা দুখি না আল্লা ছাড়া মন আমি রাখি না ।
সংসার জুড়িয়া আল্লা কোনো জায়গা বাকী না ।
মিথ্যা কথা হাছন রাজায় কখনোও বকি না ।
আল্লা ছাড়া মনের মাঝে অন্য কিছু রাখি না ।
আল্লা ছাড়া দিলের চক্ষে আর কিছু দেখিনা ।