দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৫২৬

দিল পেরেশান হ্যায় ভালা মেরা দিল পেরেশান হ্যায় ।
প্যারী মেরা জো মিলা আজ, আজব উসকি শান হ্যায় ।
দেখ কার জিয়া গিরিফতা হুয়া আওর দিল বেকারার হ্যায় ।
দিন রাত আওর ঘরি, ঘন্টা এক পাল না চ্যান হ্যায় ।
প্যারী মেরা যো মিলা আজ ইয়ে তো মেরা জান হ্যায় ।
উসকা তসদুক মে হাছন রাজা কুরবান হ্যায় ।
অ্যায়সি খুবি রাখতি প্যারী, না অ্যায়সি কোয়ি হ্যায় ।
ইরান তুরান হিন্দুস্তান মে অ্যায়সি কোয়ি হ্যায় ।।