আমার বন্ধের রুপ আচানক সুন্দর ।
এমন রুপ নাই দেখি শহরে বন্দর ।
ঝলমল ঝলমল করে রুপে নূরেরই বদন ।
রুপ দেখিয়া হইলো মোর মনে উচাটন ।
আর বঞ্চিতে না পারি ঘরে দেখিয়া কাঁকন ।
চুম্বক লোয়ায় থইয়া কেন টানিয়া নেয় যে মন ।
কি কবো তার ভঙ্গি রে, কি কবো তার খুবি ।
প্রেমেরই সাগরে আমি রে দেখিয়া গেলাম ডুবি ।
হাবুডুবু খাই আমি রে সমুদ্দুরে পড়িয়া ।
উচাইট উচাইট করি কেবল তাহার লাগিয়া ।
চান্দমুখ না দেখিলে বঞ্চিতে না পারি ।
কোলে লও কোলে লও বন্ধুরে তব চরণ ধরি ।
কোলে লইলে থইয়ো নারে এই মিনতি করি ।
হাছন রাজায় দোহাই দেয়রে বন্ধু যে তোমারই ।