দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৪৪

চট দিয়া বালী বন্ধু চট দেখাইয়া নিলে প্রাণ
তুমি বিনে হাছন রাজার নাই যে ত্রাণ ।
নূরেরই বদন দেখি এ মন হইছে বাউরা ।
আমায় দেখলে ফিরিয়ে যাওগা গিয়ে তুমি মুরা ।
নূরেরই বদন দেখি এ মন হইছে বাউরা ।
আমায় দেখলে ফিরিয়ে যাওগা গিয়ে তুমি মুরা ।
নূরেরই বদন তোমার ঝলমল ঝলমল করে
হাছন রাজা রুপ দেখিয়া পাগল হইয়া ফিরে ।
হাছন রাজার প্রাণ বাঁচেনা দেখিয়া নূরী অঙ্গ ।
চাইতে চাইতে ধরো তুমি কতই যে রঙ্গ ।
তোমার রুপে এ সংসার করিয়াছো উজালা ।
তুমি বিনে হাছন রাজায় কারে বাসবে ভালা ।