দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৯৯

বন্ধের পায়ে ধরি পায়ে পড়ি একবার লও কোলে ।
ঠাণ্ডা হইবো প্রাণ মোর কোলে তুলে লইলে ।
তোমার লাগি মনপ্রাণ জ্বলেরে জ্বলে ।
মনে লয় আঞ্জা করি ধরি তোর গলে ।
তোর লাগি মোর প্রাণ যায় কি চাইয়ে রইলে ।
কোলে মোরে লইবে বুঝি আমি মরিলে ।
হাছন রাজায় কান্দিয়া বলে দয়া না করলে ।
প্রাণ যায় তোমার লাগি ফিরিয়া না চাইলে ।
আমার লাগি কেনরে তুই এমত হইলে ।
লাগাইয়ে পিরীতের ছটা মন নিয়ে গেলে ।।