কি হইলো মম প্রেমজ্বালা, জ্বলে জ্বলে জ্বলে ।
অন্তরে বাহিরে জ্বলে, কলে কলে কলে ।।
না জানি কি করিয়ে মন ভুলাইলো ছলে ।
পাইলে তারে বেন্ধে রাখবো গলে, গলে গলে ।।
জানিনা পীরিতের জ্বালা কি করিয়ে জ্বালাইলে ।
হায় হুতাশন প্রেমের জ্বালা, মাইলে মাইলে মাইলে ।।
প্রেমের ছটকা লাগাইয়া প্রাণ কেড়ে নিলে ।
প্রেম উদাসী হাছন রাজা বলে বলে বলে ।।