দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১১৬

পিরীতের আগুন পিরীতের আগুন রে
উঠে উঠে চমকিয়া চমকিয়া ।
ঐ দেখি ঐ নাই যায় গিয়া দেখা দিয়া ।।
বিজুলী চটকের মতো আইসে আর যায় ।
হাছন রাজায় ধরতে নারে করে হায় হায় ।।
রুপের চটক দেখিয়া হাছন রাজায় দেয় রে ফাল ।
ঝারাইয়া ঝারাইয়া নাচায় বাবরিছাটা বাল ।।