দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩১১

হাছন রাজা প্রাণ বন্ধের ভিখারী রে ।
বন্ধু আমার সংসারের অধিকারী রে ।
মরি মরি মরি মরি তার লাগিয়া মরি ।
ঝুরি ঝুরি ঝুরি ঝুরি তার লাগিয়া ঝুরি ।
তার লাগিয়া প্রাণ যায় কীযে করি করি ।
ধরি ধরি ধরি ধরি কেমনে তারে ধরি ধরি ।
আমি তারে ধরতে গেলে যায় গিয়া সরি সরি ।
মম প্রাণ লইয়া যায় গিয়া হরি হরি হরি ।
হাছন রাজায় বলে বন্ধু আমি যে তোমারই ।
নিজ মুখে বলিয়াছো তুমি যে আমারই ।।