খোদা মিলে প্রেমিক হইলে রে মন
খোদা মিলে প্রেমিক হইলে ।।
আর যদি খোদা ধরতে চাও
তার সনে পিরীতি বাড়াও ।
হায়রে মিলিবো মিলিবো খোদা
প্রেমে তার মজিলে ।।
আর মিলিবে নারে প্রাণের খোদা
তছবি জপিলে ।
হায়রে মিলবেনা মিলবেনা খোদা
মাথা কুটি মইলে ।
আর মিলবেনা রে প্রাণের খোদা
নমাজ রোজা কইলে ।
হায়রে মিলবেনা মিলবেনা খোদা
হাছন রাজায় বইলে ।