কামাই কইলে জামাই পাইবায় ভালো গো সুন্দরী নাতিন ।
কামাই কইলে জামাই পাইবায় ভালো ।
সোনা জামাই বুছা দিবো, তোমার রাঙ্গা গালে গো ।।
ভালো করিয়া করো কামাই দিন আর রাইত ।
রাত্রির মাঝে বিছানায় না হইয়ো কাইত ।।
নিজ নাম ধরিয়া জামাইর, ডাকো দিলে জানে ।
অবশ্য আসিবো জামাই শুনিলে করণে ।
হাছন রাজায় বলে জামাই, আছে গো অন্তরে ।
একমনে না ডাকিলে আইসেনা মন্তরে ।
ডাক ডাক হাছন জানগো একমন হইয়া ।
তখনই তোর প্রাণের জামাই কোলে লইবো আইয়া ।।