দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪১৭

হাছন রাজা যদি মরে ছাড়িয়া থাকবোনা গো তোরে ।
তোমার মত সুন্দরী গো না আছে সংসারে ।
তোমারও রুপের ছায়া প্রতি ঘরে ঘরে ।
এমন অপরুপ রুপ মনপ্রাণ হরে ।
আচানক রুপ রঙ্গ দেখলে প্রাণ সারে ।
দেখলে পরে প্রাণ বাঁচেনা জীবিত থাকতে মরে ।
মানিগণের মন ভুলে দেখিলে গো তোরে ।
হাছন রাজায় দেখিয়া প্রাণ দিয়েছে তোমারে ।
মনপ্রাণ দিয়ে যদি থাকি তোমার দ্বারে ।
ধন্যবাদ দিবে সবে হাছন রাজারে ।।