আইজ কেনে দেখিনা গো সই মুখে তোমার মুচকি হাসি ।
কথা কেনে কওনার প্রাণ আমারেও ভালবাসি ।
কোথায় তুমি গিয়াছিলে কার সনে মন মজাইলে ।
দেখি বুঝি সুন্দর নাগর মন হইয়াছে উদাসী
হাছন রাজা চৌধুরী আসি ভাবে বুঝি ডাকছে মাসী ।
তায় তুমি হইয়া খুশী হইয়া আছো তার বশী ।
প্রেমেশ্বরী নাম ধরো কত রঙ্গের খেলা করো ।
অনন্ত তোর লীলা দেখিয়া হাছন জান তোর হইলো উদাসী ।