দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৭২

প্রেয়সী লো তোর পিরীতে মোরে করলো দিওয়ানা দিওয়ানা ।
তুমি বিনে হাছন রাজা মনে কেউরে মানে না ।
তুমি তো সুন্দর অতি আর হও ভরা যুবতী ।
আর তুমি হও গো সতী সবার আছে জানা ।
চকমকাইয়া চাও যখন মনপ্রাণ নেও তখন ।
কোনোমতে না যায় রাখন দিক ফিরাইতে পারিনা ।
হাছন রাজা হইয়া ফানা গাইতে আছে প্রেমের গানা ।
দিওনা আর টানা মানা তোমায় ছাড়া থাকবোনা ।