দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২২২

বন্ধের রুপ দেখিয়া রে
হাছন রাজা বাউলা
লোকে বলে হাছন রাজা
হইছে আউলা জাউলা
আচানক রুপ তার
তার নাম মওলা
হাছন রাজায় দেখিয়া তারে
পাগল হইলা ।।