দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪২২

ভালা আমারে করিলাম দান তোমারে ।
হাছন রাজায় মিনতি করে লও হাতে রে ।
দিলাম দিলাম আমায় দান দিলাম বন্ধুরে ।
মিশাও তোমার জাতে আকুল সিন্ধুরে ।
তুমি আমার আমি তোমার নাইরে ছাড়াছাড়ি ।
প্রেম সাগরে ডুবাইয়া পায়ে দেয় বেড়ি ।
ছুটিতে না পারি যেন কোনো কালে ।
প্রেমের খিল মার হাছন রাজার দিলে ।
দান করিয়া হাছন রাজা না রহিলো ।
এক চিত্তে হাছন রাজা জাতেতে মিশিলো ।