এগো মা লাল গো রঙ্গি, কর মোরে গো সঙ্গী । দয়া করি লও মা কোলে এই আমি মাঙ্গি ।। যে দিকে চাইগো ওমা দেখি তোমার ভঙ্গি । আজব কারখানা তোমার আজব তুমি ঢঙ্গি । এক অঙ্গ হইয়া সদা, তব বাস সঙ্গী ।।