হাছন রাজা মজিয়াছে সুন্দর সখীর রঙ্গে ।
মরলে কে যাইবো তোর সঙ্গে ।
তুমি যে ভুলিয়া আছো তাইর রঙ্গে ঢঙ্গে ।
তোমারে বেড়িয়া থুইবো মায়া জালের ফঙ্গে ।
সিদা পথে যারে হাছন, যাইছ না আঙ্গে ডাঙ্গে ।
সোনা রুপা থুইয়া কেন মন মজাইলে রাঙ্গে ।
সুন্দর সখী ভবজানে কেবল যৌবন মাঙ্গে ।
হাছন রাজা মন ফিরাইয়া ডুব দেয় সুরমা গাঙ্গে ।