হাছন রাজায় তুকায় ঘরে ঘরে
দেখছো নি গো তোরা বন্ধুরে ।
একই ঘরে থাকে বন্ধু খুজিয়া পাইনা তারে ।
আমার সঙ্গে প্রাণবন্ধে পিরীতি বাড়াইয়া ।
এখন বন্ধু লুকাইলে কার বাড়িতে গিয়া ।
ঢুড়িয়া ফিরে হাছন রাজা ঘরের পিছে লাছে ।
চান্দমুখ না দেখিলে পরে প্রাণে নাই বাঁচে ।
কলার তলে গিয়া দেখে বন্ধু বইয়া রইছে ।
বন্ধু পাই হাছন রাজা আহ্লাদেতে নাচে ।