মন চিনিয়া লও আপন, কোন দিন কোন সময় পড়িবায় কাফন ।
সবে মিলিয়া গোর খুদিয়া করিবা দাফন ।
কবরে রাখিয়া আসবা ভাই বন্ধুগণ ।
এই যে দুনিয়া দেখ নিশিরই যাপন ।
জাগিয়া উঠো রে ওরে নির্বুদ্ধি হাছন ।
শীঘ্রই আসিতে আছে তোমার শমন ।
নিজ বন্ধেরে ধরিলে গমন হইবে দমন ।
আপন পরিচয় করো ওরে মোর মন ।
আপনাকে চিনিলে চিনবায় সাহেব নিরঞ্জন ।
চিনিলে হইবায় তুমি জমিরও রওশন ।
দেখিতে পাইবায় তুমি তনে কোনজন ।
করে করে হাছন রাজা নিজ দরশন ।
দর্শন করিলে তোমার না হবে মরণ ।