বানাউরা বাবা ঠাকুর চান্দ, তুই কই রইলে রে ।
তব পুত্র হাছন রাজা কান্দিয়া ফিরে রে ।
দেখা নাই দেও কেনে বাপ হইয়া মোরে ।
বসত বাস করো বাবা থাকো একই ঘরে ।
আমার ঘরে থাকে ঠাকুর একই ঘরে খায় ।
আমার সঙ্গে সঙ্গে আমার মা রে ডাকে মায় ।
হাছন রাজা বলে বাপ গো তোমার একী রীতি ।
মায়ে ঝিয়ের সঙ্গে তুমি বড়ই করো পিরীতি ।
সকলের সঙ্গে তোমার পিরীত সকলের ঘরে থাকো ।
একা হইয়া এত লোকের মন কেমনে রাখো ।