দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৮২

ধৈল ধৈল মোরে জয়ানে জয়ানে
ঘরে পিছে কলার তলে কাপড়ে ধরিয়া টানে
আমি বলি ছাড়িয়া দে রে সে তো নাই মানে
ছাড়বোনা ছাড়বোনা বলে আমার কানে কানে ।
তেন্দরাই তেন্দরাই চায় আমারো পানে ।
আমি কত বেগ্রই করি কথা নাই শুনে ।
চিত করিয়া ফেলিয়া দিলো কলার তলের বনে ।
বেকাবু হইলাম কি করি হাছনজানে ।
হাছন রাজায় ধরিয়ে মোর হাত দিলো যৌবনে ।
আমারে ধইলো আসি কামেরও বাণে ।
একই হইলাম যখন দুইয়ো জনে ।
দুই নাশ করিয়া এক হইলাম তখনে ।
এক বিনে দুই নাই হইলো মনে মনে ।
আমিত্বকে নাশ করিয়া মিশলাম তার সনে ।।