দেওয়ান আব্দুল আযীয ও তাঁর শিষ্য তোতা মিয়ার গানসমূহ
- অ ভাই জিব্রাইল, আদি খবর জানতে গিয়ে পড়িল মুশকিল (গান নং ২০০)
- অ মন বলিরে তোমারে, কামেল পীরের ব্যাখ্যা আছে কোরআন ভিতরে (গান নং ৫৪)
- অ মন, কর হে সাধন (গান নং ২৬১)
- অ মন, কাহাকে কাফের বইল না (গান নং ৫২)
- অ মন, কেন কর ভাষার মোনাজাত (গান নং ২৭৪)
- অ মন, খবর রাখো নি, লা শরীকে শরীক করলে হবে জাহান্নামী (গান নং ৩৮)
- অ মন, চিননি জিকির কেমন ধন (গান নং ৩৬)
- অ মন, চেয়ে দেখ ধান্দাবাজির কারখানা (গান নং ২০)
- অ মন, তুমি কতকাল রহিবে পরের বাড়ি (গান নং ২৭৬)
- অ মন, তুমি কর দরশন (গান নং ১৫৪)
- অ মন, বল না আমায়, রোজ কেয়ামতের তুমি করছনি উপায় (গান নং ৫১)
- অ মন, বলিরে তোমায়, মমিনের মেরাজ নামাজ (গান নং ১৭)
- অ মন, শুনরে বর্ণন, মুছল্লী নামাযের কথা বলিব এখন (গান নং ৬)
- অ মন, সজাগ আছনি, রমজান শরীফ (গান নং ১৯)
- অ মন, সন্ধান পাইছ নি (গান নং ২৬৫)
- অ মন, সরল হইয়া রইও (গান নং ১১৭)
- অ মন, হুশিয়ার হইয়া রইও রে, মন হুশিয়ার হইয়া রইও (গান নং ১৫৩)
- অ-জপা এক নাম আছে, প্রেমিকের মহা ধন (গান নং ৭০)
- অজ্ঞানতায় ভুলে ধরে (গান নং ১৮৩)
- অপার কুদরতের খেলা কে করে নির্ণয় (গান নং ৮৩)
- অবুঝ তোমার বুঝ হইল না (গান নং ১৫৫)
- আওলা সুতা ভাও করিতে পেচ লাগিল (গান নং ১৬)
- আগে কর স্থির মন, পাছে কর প্রেম সাধন (গান নং ১৫)
- আগে জানলে প্রেমসমুদ্রে ঝম্প দিতাম না (গান নং ৫৯)
- আজ কি হইল হায়, হুকুম পালন করতে গিয়া পড়লাম বিষম দায় (গান নং ৪১)
- আজ কেন গো এমন লাগে, ঘরে রইতে পারি না (গান নং ৯৮)
- আজকি ইয়ে রংমহল মে আপকো আপনে ভুল গেয়া (গান নং ১৭১)
- আজব খেলা দেখে তাজ্জব, প্রাণ বন্ধুয়ার কারখানা (গান নং ৫৩)
- আদম পুরে শরা জারী (গান নং ১০৬)
- আদমপুরে রূপগঞ্জের হাট দেখ না (গান নং ৬৫)
- আপন সুরত দর্পন বিহনে কেউ দেখে না (গান নং ৬৩)
- আপনা মান আপনে রাখে (গান নং ১৯২)
- আমার সোনা বন্ধের গান (গান নং ২৭০)
- আমায় আমি কেন নমি (গান নং ১৮১)
- আমায় হাতে ধরে টেনে নেও, আমায় হাতে ধরে টেনে নেও (গান নং ১৪৮)
- আমি আশার আশায় রব কতকাল (গান নং ২৩৩)
- আমি কি হেরিলাম গো, অস্বাভাবিক বনধু আমায় কি বলিয়া গেল (গান নং ৫৬)
- আমি কি হেরিলাম গো আসিয়া ভবপুরে (গান নং ২৬)
- আমি কেমনে পূজিব তোমায় (গান নং ১৮৫)
- আমি কেমনে সইয়ে থাকি, আমি কেমনে সইয়ে থাকি (গান নং ৪৫)
- আমি ঘুরে দেখলাম ভবপুরে, কোথাও আমার জায়গা নাই (গান নং ২১২)
- আমি জগতে লোক পাইলাম না (গান নং ২৮)
- আমি দিবানিশি কুল পাইলাম না, আমি আমার ভাবনায় (গান নং ২১০)
- আমি পইড়ে গেলাম ফেরে, আমি পইড়ে গেলাম ফেরে (গান নং ৫৭)
- আমি পূজিব কারে (গান নং ১৮২)
- আমি পড়িলাম কি বিপাকে, আপন দেশে যাইতে মানা (গান নং ৬৭)
- আমি ভাবিয়া কুল পাইলাম না, বন্ধু তোমার এত কারখানা (গান নং ২১৩)
- আমি শ্যাম দরিয়ার কুল পাইলাম না (গান নং ৭১)
- আর কতকাল রবে তুমি অবুঝ মহলে (গান নং ১৫৬)
- আর কিছু উপদেশ বলিব এবার (গান নং ৫)
- আরজ হ্যায় খেদমতে পাকছে, আয় আরবী ও মাক্কি (গান নং ১৭২)
- আরে অ হাদিয়া জমানা (গান নং ১৪২)
- আশেকের কীর্তন না হইলে অশান্তির মূল কারণ (গান নং ৬৯)
- আশেকের হাল বুঝা দায় (গান নং ১৬৫)
- আসল নাকি ঐ চল্লিশের ঘুম (গান নং ১৪৯)
- আহা বন্ধু প্রাণ সিন্ধু, দুঃখিনীর ধন (গান নং ২৩৯)
- আয় পেছার, কার রেয়াজাত জোরছে (গান নং ১৭৪)
- এখন হবে কি উপায়, জীবনে জীবন রইয়া পড়লাম জেলখানায় (গান নং ১০০)
- এশকবাজীর খেলা বুঝা দায় (গান নং ১৪০)
- এশকে কি খঞ্জরনে মুঝকো পারা পারা কার দিয়া (গান নং ১৬৮)
- এস বাছা ঘুরে আসি (গান নং ২০৮)
- ঐ কি ধ্বনি শুনি গো, আমি ঐ কি ধ্বনি শুনি (গান নং ৬০)
- ও ভাই মাওলানা, মিলাদের কিতাবখানা খোলে দেখ না (গান নং ১৩৬)
- ও মন, বলিরে এখন, কোন কৌশলে (গান নং ১৪)
- করাইবা নি আপন পরিচয় (গান নং ২২৮)
- কাহাকে বুঝাব দুঃখ, কে বুঝিবে অন্তরের ব্যাথা (গান নং ২১৪)
- কি চাহিব তোর দরবারে এবার (গান নং ১২৯)
- কি নামে ডাকিব তোমায় (গান নং ২০১)
- কি ফেরে পড়িলাম সইগো ভাঙ্গলে উল্টে ফিরে পায় (গান নং ২০৩)
- কি সুন্দর আজি আরফাত ময়দান (গান নং ৪৯)
- কিছ লিয়ে মায় হু দেওয়ানা, দিল জানে তোম কেয়া জানে (গান নং ১৭৮)
- কুকুর ভোগা মন্দ নহে (গান নং ১০৪)
- কুদরত মহলে আছে অচিনা এক মহাজন (গান নং ৬৮)
- কুমিল্লায় ফুটিল এক নব রঙ্গের ফুল (গান নং ২৫৫)
- কে আমি তার বুঝ পাইলাম না, ঘটল বিষম যন্ত্রণা (গান নং ৩৪)
- কে কাহার বদলা নিতে পারে (গান নং ১২৫)
- কে কাহার সেজদা নিবে (গান নং ১৮৪)
- কে কে দেখবি আয় রে তোরা, কে কে দেখবি আয় (গান নং ১৮০)
- কে জগতের স্বামী (গান নং ৮৭)
- কে তুমি আরফাতে আজি করিলে মিলন, নিস্পাপ বদন (গান নং ৫০)
- কে তুমি তার মূল পাইলাম না, কেন ভোগ যন্ত্রণা (গান নং ২৯)
- কে তুমি দাও পরিচয় (গান নং ১৯৪)
- কে তুমি বাজাও বাঁশি বসে নিরলে (গান নং ২১৫)
- কে তুমি লান্নতী আজি মানবের দুশমন (গান নং ৮৪)
- কে দেখবিরে আয়রে তোরা, কে দেখবিরে আয় (গান নং ২৪)
- কে যেন আমার পানে ফিরে ফিরে চেয়ে রইল (গান নং ২১৬)
- কে যেন আমার বুকে হানে বজ্রবান (গান নং ৮৫)
- কেন চাব তোমায় আমি (গান নং ১৩২)
- কেন মোরে করিলে হরণ (গান নং ৮৮)
- কোথায় রয়েছ বন্ধু খুঁজিয়া না পাই (গান নং ২৩৫)
- কোন মুখে কও আমি খোদা (গান নং ১৬৩)
- কোরআন তোমায় চিনতে গিয়ে, পড়ে গেলাম বিষম গোলে (গান নং ২২)
- খাদেম চিননি রে মন (গান নং ২৭২)
- খেলওয়াতে হয় আজমুদা (গান নং ১৬১)
- খেলার পুতুল স্তরে স্তরে (গান নং ১২৮)
- খোদা তুই কুদরত কামাল, খোদা তুই কুদরত কামাল (গান নং ২২১)
- গায়েবী আওয়াজে মোর পরাণ বিদরে (গান নং ১১০)
- গোলাপ তোমায় তুলতে গিয়ে দেখলাম আজব কারখানা (গান নং ১১২)
- ঘুরে দেখলাম ভবমাঝে ভুল প্রেমিকের অভাব নাই (গান নং ৩০)
- চল চল খোশ-বাগানে, আর ত ভাল লাগে না (গান নং ৭৯)
- চল তুমি মুস্তাকিম পর (গান নং ২৭৩)
- চল রে যাই আপন দেশে, আর ত ভাল লাগে না (গান নং ৩২)
- চেহরে ছে নিকাব উঠা দো, আয় হামারে জান কি জান (গান নং ১৬৯)
- ছল চাতুরী ধর্ম হইলে অধর্মেতে আছি কি (গান নং ৭৭)
- ছাহেব মাওলানা, কুহে তুরে মূছা নবীর হইল ঘটনা (গান নং ১৪৫)
- ছেরাতুল মুস্তাকিম রাহে তাহার সন্ধান (গান নং ১০৩)
- জগত ঘিরে আছ বলে কোরআন প্রমাণ (গান নং ৫৮)
- জগতবাসী রে, ঐ দেখ সত্য ফিরে এসেছে (গান নং ৩৭)
- জগৎ ঘুরে দেখলাম আমি, আমার জায়গা কেউ করেনা (গান নং ১৯৮)
- জগৎবাসীরে, বলে দাও আমারে (গান নং ১২৪)
- জিকির করনা রে মন জিকির কর না (গান নং ২৭৯)
- জিনকে লিয়ে মায় দেওয়ানা, কুলহু আল্লাহু আহাদ (গান নং ১৭৭)
- জোয়ার ভাটা বুঝলে সাধু (গান নং ১৮৭)
- ঠেকলাম আজব কলে, আজি ঠেকলাম আজব কলে (গান নং ৩)
- ডাক চিনিয়া যেজন ডাকে (গান নং ১৯৫)
- ডাকব তোমায় কি নাম ধরে (গান নং ২০২)
- তারের খবর রাখনি এবার (গান নং ১৩১)
- তুই মাওলার পিরীতির লাগি কলঙ্কিনী হই (গান নং ২৩৮)
- তুমি আমি দুইয়ের মধ্যে, কে স্বাধীন কে পরাধীন (গান নং ২৪৬)
- তুমি না জানাইলে বন্ধু, কে জানে তোমায় (গান নং ২৪৩)
- তুমি বন্ধু অকূলের কূল (গান নং ২২৫)
- তোমার লাগিয়া আমি সদা উচাটন (গান নং ২৪০)
- তোমারে পাইতে গিয়ে, তালাসিয়ে পড়েছি ফাঁকে (গান নং ২৪২)
- তোমায় ছাড়াব কেমনে রে বন্ধু, ছাড়াব কেমনে (গান নং ২৪৫)
- তোমহারা লকব জাহামে, শাহে তোরাব আলী হো (গান নং ১৭৬)
- দারুণ কথা কাহার নিকট কই (গান নং ১৩৯)
- দারুণ চক্ষু কথা শুন না (গান নং ৬২)
- দারুণ জেলে ভাল লাগেনা (গান নং ১২২)
- দারুণ মন, কথা শুন না (গান নং ৯৪)
- দিল দরিয়ার পাক পানিতে অজু কর মন (গান নং ১০৯)
- দূরে কাছে হবে কীসে (গান নং ১৯০)
- দেখতে আজব লাগে, দেখতে আজব লাগে (গান নং ২৩)
- দেখবি যদি আয় গো তোরা, দেখবি যদি আয় (গান নং ২৫৪)
- দোস্তজী ত্রিজগতের ফুল (গান নং ১১৩)
- দয়া কইরে নূরের বাতি জ্বাল অন্তরে (গান নং ২২৬)
- দয়াল গফুর করি কি উপায় (গান নং ১৫০)
- দয়াল গফুর, করুণা অপার, নিজগুণ বিতরণে দেও না দিদার (গান নং ২)
- দয়াল গুরুজী, খোদার বসতের কথা বলে দিবা নি (গান নং ৯১)
- দয়াল গুরুজী, চরণ কমলে শির রেখে বলেছি (গান নং ৯)
- দয়াল নবীজি, চন্দ্র খণ্ড ইশারাতে গোপনে তার কি (গান নং ১৪৬)
- দয়াল নবীজি, ভেদের কথা বলে মোরে শান্তি দিবা নি (গান নং ৯২)
- দয়াল নবীজি, হেকমতের বাক্যে পূর্ণ তোমার হাদিসখানি (গান নং ১১৯)
- দয়াল মুর্শীদ কি দিব তোমায় (গান নং ১১৫)
- দয়াল মুর্শেদ অ, নিবেদি চরণে (গান নং ২৩২)
- দয়াল মুর্শেদ করি নিবেদন (গান নং ৯০)
- দয়াল মুর্শেদ দয়া কর মোরে (গান নং ১১৮)
- ধন্য বলব কারে, হারে ধন্য বলব কারে (গান নং ১২৩)
- নম্রতাই সু-স্বভাবের মূল (গান নং ১১১)
- নামাজ পড়না রে মন নামাজ পড়না (গান নং ২৭৮)
- নামাজ পড়নিরে মন, মরণ হইল না নামাজ পড়িল যে জন (গান নং ১৮)
- নামের মালা জপ না মন, নামের মালা জপ না (গান নং ২৭১)
- নিজ রশিতে বন্দী হইয়া উচিত বলা হল দায় (গান নং ৮০)
- পঞ্চ খুঁটির গৃহ রক্ষা রাখা হল দায় (গান নং ২০৭)
- পরের ভাবনা ভাবতে গিয়া দিন রজনী কাল কাটাও (গান নং ২১১)
- পাইতাম যদি ওহে বন্ধু দুঃখীয়ার প্রাণ (গান নং ২৩৭)
- পাইতাম যদি রাখতাম তোরে হৃদয় কমলে (গান নং ২৩৬)
- পাষাণ মন রে, আর কত রবে ঘুমের ঘোরে (গান নং ৪৬)
- পাষাণ মন, মনারে, নিজকে চিনিবি কবে (গান নং ৩৫)
- পিরীত নহে সোজা কথা, প্রেম থাকে না যথা তথা (গান নং ৮৬)
- প্রভু আমায় পাপী কইর না (গান নং ২২০)
- প্রভু ডাকি হে তোমায়, অসময়ে ধরছি পাড়ি করবা নি উপায় (গান নং ৯৩)
- প্রভু তোমার কার্য চমৎকার (গান নং ৭৩)
- প্রাণ কান্দেরে, কোথা বন্ধে পাই (গান নং ৯৫)
- প্রাণ বন্ধুরে জীবনের জীবন (গান নং ১২৭)
- প্রাণ বন্ধুরে, রাখিও না দূরে কইরে (গান নং ১৮৯)
- পড়ব না আর ফাঁকির ফাঁকে (গান নং ১৫১)
- পড়িলাম অকূলে রে বন্ধু, ভাসিলাম অকূলে (গান নং ২৩৪)
- ফকিরি নয় মুখের কথা (গান নং ১০৭)
- ফাযকুরুনী আজকুরুকুম, করিলা প্রচার (গান নং ২১৯)
- বন্ধু রে! কি ভাও ছিল গোপনে (গান নং ২৪১)
- বন্ধু রে, কি দিব তোমাকে উপহার (গান নং ২৭৫)
- বন্ধু রে, কেমনে হয় ছামাদের বড়াই (গান নং ২৮০)
- বন্ধু, আমি তোমার চরণের ভিখারী (গান নং ২২৯)
- বন্ধু, একা রইতে আমি পারিনা (গান নং ১৯৯)
- বন্ধু, কে চিনে তোমায়, আবদুল আযীয চিনতে গিয়ে পড়ল বিষম দায় (গান নং ৩৯)
- বন্ধু, দেখাইবা নি স্বরূপ জামাল (গান নং ২২৭)
- বন্ধুরে তোমার এত ছলনা (গান নং ২৭)
- বন্ধুরে, বল না তাঁর পরিচয় (গান নং ৭৪)
- বাছা কোরআন চিন নি (গান নং ২০৪)
- বাছা বলি রে তোমাকে, বলি রে তোমাকে (গান নং ১৪৩)
- বাছা বলিরে তোমায়, তিন সুরে তিন বাঁশি বাজে আদম যমুনায় (গান নং ২০৬)
- বাছা শুন শরা গোপনী (গান নং ২০৯)
- বাজিল তৌহিদের ডঙ্কা শহর কুমিল্লায় (গান নং ২৫৬)
- বুঝলাম তুমি ঠকের গোসাই, বুঝলাম তুমি ঠকের গোসাই (গান নং ৪০)
- বুঝিতে পারিলাম তোমার রূপের বাহার (গান নং ৪৪)
- বুঝিতে পারিলাম বন্ধু কিছু নাই আমার (গান নং ৪৩)
- বৎস, বলিরে আবার, ৯ নম্বর ছওয়ালের জবাব প্রচার (গান নং ১০)
- বৎস, বলিরে রে এখন, ছওয়ালের জবাব বলি (গান নং ৮)
- ভঙ্গিমাতে রসিক চিনা হয় (গান নং ১০৫)
- ভজন জানিনা বলে দূর করিয়ে দিওনা রে (গান নং ২২৪)
- ভাঙ্গিল স্বপন, দেখিনু দর্পন, প্রেমময় তুমি ওহে গুণমনি (গান নং ৪৭)
- ভাল কীসে হবে ভাল (গান নং ১৬২)
- ভালবাসা কাকে বলে, বল না আমায় (গান নং ৭২)
- মন তুমি কেন উচাটন (গান নং ১১৬)
- মন তুমি চড়িয়াছ স্বপনের ঘোড়া (গান নং ২৬২)
- মন তুমি নিজে বিচার কর (গান নং ১২০)
- মন তুমি পইড়েছ ভুলে (গান নং ২৫৭)
- মন তুমি বিষম পাজি (গান নং ৭৮)
- মন তোমার স্বভাব ভাল না (গান নং ৬৪)
- মন মাঝি তোর বৈঠা নে রে, আর আমি বাইতে পারি না (গান নং ৩১)
- মন মাঝি পড়েছ ফেরে, লয়ে ভাঙ্গা তরী রে (গান নং ২৬৪)
- মন যদি তুমি ফকীর হইতে চাও (গান নং ১১৪)
- মন যদি থাক ভাবের দরিয়ায় (গান নং ২৬০)
- মন রে আমার, সৃষ্টি কৌশল তত্ব কিছু করিব প্রচার (গান নং ১১)
- মন রে বৃহস্পতি, তুমি পরের রাজ্যে কর বসতি (গান নং ২৭৭)
- মন রে মহা মতি (গান নং ২৬৭)
- মন রে মুছাফির (গান নং ২৬৮)
- মন রে স্বাধীন (গান নং ২৬৯)
- মন রে, ভ্রমণকারী (গান নং ২৬৬)
- মন, কোন বাজারে কর বেচাকেনা (গান নং ২৫৯)
- মন, গেল না তোর ভুলের ব্যারাম (গান নং ২৫৮)
- মন, তোমার নিকট গোপন কথা বলব (গান নং ১৪১)
- মন, মায়া ঘুমে রে (গান নং ৯৬)
- মনরে আমার, আপন দেশে যাবে কবে হইছনি তৈয়ার (গান নং ১০১)
- মাওলা ধন রে, কি দিয়া পূজিব তোমারে (গান নং ২২২)
- মাগো জগৎ জননি, তোমার পুত্রে ডাকে মাগো জবাব দিবা নি (গান নং ১০২)
- মানুষ কি হয় শুধু বেশে (গান নং ১৩০)
- মানুষ কে তুমি আসিলে ভুবনে (গান নং ২৫)
- মানুষ নহে যেমন তেমন (গান নং ১০৮)
- মায়হু আশেক আয় পেয়ারে, মুঝপর নজর কিজিয়ে (গান নং ১৭০)
- মুনশী সাহেবান, নারী পর্দার অর্থ কি তার পাইছ নি সন্ধান (গান নং ৫৫)
- মুর্শেদ গুণমণি, আপন দেহের খবর কহ স্বরূপ কাহিনী (গান নং ২৪৮)
- মুর্শেদ শিরোমণি, অবোধ ছাওয়াল আমি, ডাকি পুনি পুনি (গান নং ২৩১)
- মুর্শেদ, আরজ আমার (গান নং ২৩০)
- মুর্শেদ, জানতে ইচ্ছা মন (গান নং ২৪৭)
- মুর্শেদ, নিবেদি চরণে, আরবা আনাছারের কথা বলিবেন আপনে (গান নং ৭)
- ম্যায় কন হু ইছ মাহাল্লামে, বিন পাত্তাছে কাবতাক রাহু (গান নং ১৭৫)
- যত দূরে ভাবি তোরে, তত দূরে দেখতে পাই (গান নং ২৪৪)
- যথায় তথায় প্রেমিক নাই (গান নং ১৩)
- যাবি যদি মন অবিনাশে (গান নং ২৬৩)
- যাহার কাম তাহার সাজে (গান নং ১৯৭)
- যে ভাবনা ভাবলে ফলে সৃষ্টি বীজের আয়োজন (গান নং ৭৫)
- যেজন তোমার সদর ঘাটে, সদায় ঘুরে ঘুরে ফিরে (গান নং ১৮৮)
- রং বরঙ্গে আল্লাহ তায়ালা (গান নং ১৮৬)
- রং বাজারে আজব সওদা (গান নং ১৬৬)
- রব আমি কেমনে ওগো মন, রব আমি কেমনে (গান নং ৯৯)
- রব না আর পরের ঘরে, পরাধীনের যন্ত্রণায় (গান নং ৪২)
- রাখিব না আর গোপনে (গান নং ১৫২)
- রাব্বিল আলামিন কেন উপাধি তোমার (গান নং ৬৬)
- লা ইলাহা ইল্লাল্লাহু তৌহিদ কালাম (গান নং ১)
- লোকের কথায় লাগে ধাঁধা (গান নং ১৬০)
- শিখাইয়া দাও তুমি মোরে কেমন করে রব ঘরে (গান নং ৮১)
- শুন বলি মন কারিগরের কারখানা (গান নং ৮৯)
- শুন বলি মন গোপন কথা (গান নং ৩৩)
- শুন বলি সজিদার কথা (গান নং ৭৬)
- শুন বাছা কালামের কথা (গান নং ১৬৪)
- শুন বাছা দুনিয়ার কথা (গান নং ১৬৭)
- শুন বাছা রসুল কোথায় থাকে (গান নং ১৪৪)
- শুন বৎসগণ, শরিয়তের আজিব কথা করিব বর্ণন (গান নং ৪)
- শোনরে মনা আশোনা (গান নং ২১)
- শ্যামের বাঁশি রে ও মোহন বাঁশি (গান নং ১৩৫)
- সই গ, রূপ সাগরে ডুবল আমার মন (গান নং ২৫৩)
- সই গ, শ্যামের প্রেমের এত যন্ত্রণা (গান নং ২৫২)
- সই গো পিরীত করা হল যন্ত্রণা (গান নং ২৪৯)
- সই গো, তারে পাব কৈ গেলে (গান নং ২৫০)
- সই গো, বন্ধে জানে কি লুকি (গান নং ২৫১)
- সবুজ রঙ্গের লেবাছ যেন পরেছ এবার (গান নং ১৩৮)
- সহে না দারুণ পরাণে (গান নং ৯৭)
- সাউদ বেশের চুরি হইতে মাল গুদামে চাবি চাই (গান নং ১৪৭)
- সাধনের ধন চিন্তামণি, না হেরিলে প্রাণ বিদরে (গান নং ১৯৬)
- সীমাতে অসীম তুমি, অনন্ত মহান (গান নং ২২৩)
- সৃষ্টি তত্ব দেখতে এসে, দেখলাম শুধু আমায় আমি (গান নং ১৭৯)
- সোনা বন্ধুরে, লা আল্লাকুম তুরহামুন, অমর উদ্যান (গান নং ১৫৮)
- সোনার বন্ধুরে, না বুঝালে কে বুঝিবে মারফত আপনা (গান নং ১৫৭)
- সোনা বন্ধুরে, কেমনে তুষিব এবার (গান নং ১৯৩)
- সোনা বন্ধুরে, দূরে রইতে আমি পারলাম না (গান নং ১৯১)
- হা রে, কোন মতে পাইবে খোদা (গান নং ১৫৯)
- হামেশা দেলমে আপনা বাতিই, কিয়া আন্দেশা আবদুল আযীয (গান নং ১৭৩)
- হারে বাছা মন দিয়া শুন (গান নং ২০৫)
- হায় হায় উপায় নাই আমার (গান নং ১২১)
- হায় হায় কি হল আবার, স্বপনে কি জাগরণে না পাইলাম পার (গান নং ৪৮)
- হায় হায়, একি চমৎকার (গান নং ১২)
- হায়রে উল্টা নায়ের খেওয়া (গান নং ১৩৩)
- হায়রে খোদা হায় (গান নং ২১৮)
- হায়রে বন্ধুর বেনা কাবা, নির্মাণকারী খলিলউল্লা জবিহুল্লার বাবা (গান নং ৬১)
- হায়রে ভ্রমণে কি সারে, হারে ভ্রমণে কি সারে (গান নং ১৩৭)
- হায়রে রসের আলাপন (গান নং ১৩৪)
- হায়রে স্বপনে ঘোড়ায় চড়া (গান নং ১২৬)
- হায়রে হায়াত মউত রাই (গান নং ২১৭)
- হৃদকমলে বসতে দিয়ে বে-দখলের নমুনা (গান নং ৮২)