কে যেন আমার পানে ফিরে ফিরে চেয়ে রইল।
চমকে তাহার পরানটি আমার হরণ করে নিয়ে গেল।।
দিয়ে ফাঁকি পরাণের পাখি, ঠারে ঠারে নিয়ে গেল।
খুনের বদলে খুন বিচারে তাহার প্রাণ আমাকে দিতে হল।।
'লাইলাহা ইল্লা আনা' কলেমার ভিতর দিয়া, ঠারে ঠারে বলে গেল।
বিচারে তাহার আনন্দ অপার, আবদুল আযীয পেয়ে রইল।।