কোন মুখে কও আমি খোদা।
দেল দরিয়ায় ডুব দিয়া দেখ, নূরে মোহিত নহে জুদা।।
আমি খোদা, বল যদি, হলে কোন কার্য আদি।
অমুকে করেছে বল, তখন খোদা হয় কি জুদা?
'অলাস্ত বে রাব্বেকুমে', 'বালা' বলছ যেই সমে।
জানা কি ছিল না মর্মে, আদব গুণে রয় মর্যাদা।।
আদবগুণে হও সম্মানী, বিন আদবে শাস্তি গণি।
আবদুল আযীয বলে অমনি, বান্দা কভু নহে খোদা।।