দোস্তজী ত্রিজগতের ফুল।
লাওলা হাদিছ কুদ্দুসীতে জ্ঞান থাকিলে পাবে মূল।।
দাল ওয়াউ সিন দিয়া, একে দুই বানাইয়া।
তাহাতে 'তে' মিল করিয়া উপরে দুইটি ফুল।।
দোস্তি হলে মস্ত হবে, সব বাসনা আপনি ঘটবে।
ফানা ফিল্লার মোকামেতে ভাঙ্গিয়া যায় গণ্ডগোল।।
জানে তনে দোস্তি করে, ভবসাগরে কিস্তি ঘুরে।
লৌহে কলম দোস্তি করে ত্রিপীনিতে দিল পোল।।
আবদুল আযীয ভাও বুঝিয়া, দোস্তি মূলে ঠিক থাকিয়া।
একেতে এক বিয়োগ দিয়া পেয়ে মুগ্ধ শান্তি ফুল।।