আপনা মান আপনে রাখে।
নিজের নিকট নিজের লজ্জা, পেলে ইজ্জত কেমনে থাকে?
গুপ্ত বিনে পোক্ত কোথা, পোক্ত ফল কি যথা তথা?
গোপন থেকে বেনামীতে, চলছে জগৎ ফাঁকের ফাঁকে।।
বেনামীতে থেকে সখা, স্বনামে হইয়াছে রেখা।
স্ব-ইচ্ছাতে মান অপমান, শাস্ত্র পড়ে তাহার ফাঁকে।।
আবদুল আযীয ফাঁকে ফন্দি, বেনাম তর্কে আছে বন্দি।
আপনা মান আপনে রাখি, নিজ কর্মেতে সদা থাকে।।