মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২২৯

বন্ধু, আমি তোমার চরণের ভিখারী।
'লাতাকনাতু' সম্বল লইয়া, অকূলে ধরলাম পাড়ি।।
বন্ধু, 'ছায়েলুন ফালা তানহার' পাইলাম কোরআন মাঝার।
তাই বড় ভরসা আমার পাব তোমার চরণতরী।।
বন্ধু, খোদ পরিচয় পাইবারে, ছায়েল হই তোমার দরবারে।
দয়া কর অধমেরে, তুমি ত দয়াল বারী।।
বন্ধু, আপনা পরিচয় পাওয়া, অকূলে সাঁতার দেওয়া।
তোমার করুণা ছেওয়া, কে হইবে কাণ্ডারী।।
বন্ধু, তোতা মিয়া পেরেশান, উর্ধ্ব হস্তে চাহি দান।
তুমি ত করুণা নিদান, দেখ না নজর করি।।