মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২২৫

তুমি বন্ধু অকূলের কূল।
আপদ সম্পদ গণি, পাইতে তোমার চরণ ধূল।।
বন্ধু রে, বিশ্ব প্রেমে মাতোয়ারা, হইয়াছি ভজন ছাড়া,
ভজনের না পাইলাম মূল।
অভজনে অগ্রগণ‍্য, হামেশা পাপেতে মগ্ন,
তবু তোমার করুণা বহুল।।
বন্ধু রে, কোন নামেতে তুমি ধরা, না পাইলাম তাহার মাজেরা,
ডাকাডাকি সকলই ভুল।
ওহহাব নামের এই ধারা, অভজনে দয়া করা।।
বদলা বিহীন স্বভাবের মূল।।
বন্ধু রে, অগতির তুমি গতি, বিপদে সঙ্গের সাথী।
নাই বন্ধু তোমা সমতুল।
'লাতাকনাতু' প্রকাশিয়া, নৈরাশেরে আশা দিয়া,
শুকনা কাষ্ঠে ফুটাইলা ফুল।।
বন্ধুরে, তোতা মিয়া অভজনে, পড়িয়াছে ঘোর কাননে।
সামনেতে পুলছেরাতের পুল।
তোমার করুণা গুণে, ওহহাব নামের বাদাম টেনে,
পলকেতে যাব সেই কূল।।