শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৭৯

চল চল খোশ-বাগানে, আর ত ভাল লাগে না।
না-খোশ বনে মন মিশে না।।
যে ময়দানে প্রেম আলাপে, রসিকগণে নানা রূপে।
করে কীর্তন ছন্দে বন্দে রসের নাই তুলনা।।
না-খোশ বনে শান্তি কীসে, নৃত‍্য কীর্তন নাই এদেশে।
কি দিয়া তুষিবে বন্ধু অরসিকের কারখানা।।
রসিকগণে কীর্তন করে, খোশ দিবস নাম ধরে।
প্রেমিকেরা প্রেম জোয়ারে কোরবানীর সূচনা।।
আরবী নামের ঈদ যাহা, খোশ দিবস হল ইহা।
ইহাতে মাশুকের দেখা আরেফাতের নমুনা।।
রসিকের রসের টানে, আরশ কুরছি হেলে গুণে।
পাপ মুক্তি হইয়ে যায় আদম হাওয়ার তুলনা।।
ইব্রাহিম খলিলউল্লা পাইয়া পিরীতির মেলা।
রস বিলাইয়া রসের নাগর হইয়ে গেল আপনা।।
আবদুল আযীয নিজ বেশে, মনানন্দে খোশ দিবসে।
নৃত‍্য কীর্তন পেয়ে মুগ্ধ, এশকবাজীর কারখানা।।