বাজিল তৌহিদের ডঙ্কা শহর কুমিল্লায়।
সাধু ফকীর প্রেমের তালে নাচিয়া বেড়ায়।।
বাজে ডঙ্কা নাছুত পুরে, 'হু' নামেতে বাদ্য করে।
মালকুতেতে আয়না ধরে, মণিপুরে যায়।।
নাচে গায় তালে তালে, নামের মালা লইয়া গলে।
ঝম্প দিয়া প্রেম সলিলে, মন রঙ্গে লাই খেলায়।।
শরীয়ত বাহানা করি, মারফত নামে করল জারী।
এক ডুবে ভবের পাড়ি, 'হু' নামেতে প্রেম বিলায়।।
চাবি দিয়া জাবারুতে, ফাঁদ পাতিয়া ত্রিপিনিতে।
বিষ রাখিয়া ফনীর মাথে, খেলিতেছে পীর বাবায়।।
আশেকিরা দলে দলে, নাচিয়া ডঙ্কার তালে।
জিকির করে কোতুহলে, 'হু' নামেতে মন মজায়।।
দেখিয়া দুনিয়ার ফন্দ, তোতা মিয়া হইল ধন্দ।
মুর্শেদের ফুলের গন্ধ, লাহুতে সদা বিকায়।।