শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৯৩

সোনা বন্ধুরে, কেমনে তুষিব এবার।
তুষিয়া করিলে রাজী কলঙ্ক তোমার।।
সোনা বন্ধুরে, নিস্কাম নিস্কলঙ্ক তুমি, সর্ব শাস্ত্রের অঙ্কে জানি।
তাই তুষিবারে গিয়ে অপরাধ আমার।।
সোনা বন্ধুরে, নিস্কাম করিয়া হিয়া, প্রেম বাঁশি বাজাইয়া।
খেলব সদা তোমায় নিয়া, এই কর্মই সার।।
সোনা বন্ধুরে, খেলাতে দিও না বাধা, জান তুমি ভেলকি ধাঁধা।
আবদুল আযীয তোমায় ফেদা, বেনামে প্রচার।।