শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৮৩

অজ্ঞানতায় ভুলে ধরে।
ভুলধরা ব্যারাম হইলে, ঔষধ কর মুর্শেদপুরে।।
আপন পেটে ক্ষুধা হলে, পেট ভরে কি অন্যে খাইলে।
পর খাওয়াইয়া নিজে মরা, শরীয়ত কি ইহার পরে?
'লা ইউকাল্লেফুল্লাহু নাফছান ইল্লাব সুয়াহা' খোদে কোরআন।
শরীয়তে করেন প্রমাণ, বুঝ পাইবে এলেম পুরে।।
স্ব স্ব পূজা না করিয়া, পূজা করা পর ভাবিয়া।
ভুলধরা ব্যারাম ইহা, তরিকত তাহার ঔষধ করে।।
আবদুল আযীযে কয়, আগে কর নিজ পরিচয়।
শরার মান্য ইহাতে হয়, তা না হইলে ভুলে ঘুরে।।