শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ২৬

আমি কি হেরিলাম গো আসিয়া ভবপুরে।
ভবপুরে রূপচাঁন্দের হাট, ঝিলিক মিলিক করে।
প্রেম সুধার বেঁচাকেনা চলছে আদমপুরে।।
লাকাদ খালাকনাল ইনছানা ফি আহছানে তাকভিম।
হোছনে জামাল নিয়া মানব, খেলছে ভবপুরে।।
মা খালাকতুল জিন্না ওয়া ইনছা ইল্লা লিয়াবুদুন।
ইল্লা লেআরেফুন হইলে দেখবে আদমপুরে।।
আদমপুরের প্রেমবাজারে আছে অমর সুধা।
পান করিলে অমর হইল, রইল অমরপুরে
না চিনিলে না বুঝিলে রইলো ভবের গাধা।
চিনতে পারলে রূপের হাটে সদা বিরাজ করে।।
'বাল আহইয়া এন্দা রাব্বি' প্রমাণ পাইলে।
অমর হইয়া খোশ বাগানে রবে লাহুত পুরে।।
অপ্রেমিকে অন্ধ হইয়া ভবসায়রে ঘুরে।
প্রেমিকেরা সদানন্দে এশকবাজী করে।।
আদমপুরের প্রেমবাজারে আবদুল আযীয বসে।
প্রেম বিলাইয়া সদানন্দে থাকে আদমপুরে।।