কে তুমি তার মূল পাইলাম না, কেন ভোগ যন্ত্রণা
আবার কর আমোদ প্রমোদ, স্বভাবের ভাও বুঝলাম না।।
শিশুরূপে ক্রন্দন কর, মাতারূপে স্নেহ ধর।
দুগ্ধ রূপে পান করিয়া, আইনের ঘরে বন্দনা।।
ধরাধাম নাম ধরিয়া, তাতে রইলা গোপন হইয়া।
ফানা ত যায় ফানা হইয়া, বাকার হইল ঘোষণা।।
যথা তুমি তথা আমি, তুমি হও জগতের স্বামী।
তুমি নির্দোষ আমি দোষী, ভাও করিতে পারলাম না।।
তুমি যথা আমি তথা, আলিফ লাম মীমের কথা।
আলিফ লামের তাজাল্লীতে মীমের এই কারখানা
আলিফ লামের ফাঁক বুঝিয়া, যে খেলছে তোমারে লইয়া।
দিবানিশি ফাঁক পড়ে না, পাপের জায়গা থাকে না।।
মুর্শেদ দয়া বিনে, কে পৌছিবে এই সন্ধানে।
দয়া করে বুঝাও মোরে, অহে মুর্শেদ রব্বানা।।
লাতাকনাতু সম্বল নিয়া, আবদুল আযীয বাঁধছে হিয়া।
দিবা নিশি ভাবে মগ্ন, কখন যেন ছুটে না।।